শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং         ১১:১৯ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মত বিনিময়


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনী জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিকদের সাথে মুজিববর্ষের অঙ্গিকার "হলুদ সাংবাদিকতা পরিহার" শীর্ষক বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহম্মেদ। জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব শাহ আলম,জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম -পিপিএম।

    সভায় সাংবাদিকদের বিভিন্ন দাবী, সমস্যা ও স্থানীয় ভাবে সাংবাদিক নির্যাতন,মামলা, হুমকি সহ কাজ করার ঝুকি নিয়ে বিস্তারিত মত বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনি আক্তার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা সহ প্রমূখ। বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন,হলুদ সাংবাদিকতা রুখতে সারাদেশের সাংবাদিকদের ডাটাবেজের কাজ চলছে। এটি শেষে সবাইকে সুনির্দিষ্ট পরিচয়পত্র প্রদান করা হবে। প্রেস কাউন্সিলের পরিচয়পত্রের বাইরে সাংবাদিকতা করার আর সুযোগ থাকবে না।পাশাপাশি বেতন কাঠামো সহ ওয়েজবোর্ড নিতিমালার বাস্তবায়নে কাজ চলমান রয়েছে। সভা শেষে জেলা প্রশাসকের হাতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রকাশনা বইটি তুলে দেন প্রধান অতিথি।




    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.