শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ইং         ০৬:৪০ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে ছাগলনাইয়ায় মত বিনিময় সভা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    আগামী ২১ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে  আজ ১৮ জুলাই ছাগলনাইয়া সি এফ সি রেস্টুরেন্টে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধি, জেলা সংগঠক ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

    মিরাজ হোসাইনের সঞ্চালনায় ও জেলা সংগঠক মুহাইমিন তাজিমের সভাপতিত্বে আলোচনায় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের সফর সুষ্ঠু ও সফল করার জন্য সার্বিক প্রস্তুতির দিকনির্দেশনা প্রদান করা হয় । 

    সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা সংগঠক ওমর ফারুক, বদরুদ্দোজা নোবেল, সায়েম চৌধুরী, শরিফুল ইসলাম,  ও জিয়া উদ্দিন ছাত্র প্রতিনিধি রবিউল হক রবি, তানভীর মজুমদার অনেক, ফরহাদ, নাঈম ফরায়েজী, শাহেদ হোসেন, রাজু, সাইদুল,  এবং ছাগলনাইয়া জাতীয় নাগরিক কমিটির আফতাব উদ্দিন। 

    বক্তারা বলেন, “কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের জুলাই স্পিরিট সহ সাংগঠনিক শক্তি ও দলীয় ঐক্যের বহিঃপ্রকাশ।”

    সভায় এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহে গণসংযোগ, স্বাগত মিছিল, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সবশেষে, একটি সমন্বিত প্রস্তুতি কমিটি গঠন করা হয়, যারা আগমন উপলক্ষে সার্বিক আয়োজন তদারকি করবেন।

    প্রেরক:

    দপ্তর সম্পাদক

    জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.