ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে ছাগলনাইয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে এসিল্যান্ড শিবু দাশের নেতৃত্বে সেনাবাহিনী ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত টিম। বুধবার দিনগত রাত (১৭এপ্রিল) এগারোটা থেকে সোয়া একটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ফসলি জমির মাটিকাটার কাজে নিয়োজিত ২ টি পিকআপ এবং ১ টি এস্কেভেটর জব্দ করা হয়। অভিযাত্রিক টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।