বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ ইং         ১২:৪৯ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি বিক্রেতার জেল। এস্কেভেটর ও পিকাপ আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৪মার্চ) দুপুরে উপজেলার উত্তর কুহুমা এলাকায় মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান চালায় এসিল্যান্ড ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট শিবু দাশ। 


    এ সময় ফসলি জমির মাটি বিক্রির দায়ে সাইফুল ইসলাম নামে  এক ব্যক্তিকে ১মাসের সাজা প্রদান করা হয়। সাইফুল ইসলাম ঐ এলকার আমির হোসেনের পুত্র।


    শিবু দাশ জানান, মেইন রোডের পাশে ফসলি জমির মাটি কেটে প্রায় দশফুট গভীর গর্ত করে ফেলে মাটি খেকোরা। এতে করে ফসলি জমির উর্বরতা নষ্টসহ পার্শ্ববর্তী রাস্তা ও অন্যান্য ফসলি জমি ক্ষতি হওয়ার ব্যাপক আশংকা তৈরী হয়। এ সময় মাটি ভর্তি একটি পিকাপ ও এস্কেভেটর জব্দ  করে ভ্রাম্যমাণ আদালত।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.