ছাগলনাইয়ায় রোকসানা আক্তার লিমা (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার ১৮ জুন সকালে ছাগলনাইয়া থানা পুলিশ লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। পুুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আসাদ আলী ও শ্বাশুড়ি জাহানারা কে থানায় নিয়ে আসে। জানা যায়, স্বামী আসাদের সাথে লিমার পারিবারিক বিষয় নিয়ে বৃহস্পতিবার রাতে ঝগড়া হয়। শুক্রবার সকালে লিমার শ্বাশুড়ি ঘুম থেকে উঠে ছেলের বউকে ডাকতে গেলে তার রুমের চেয়ার দিয়ে দরজা আটকানো। এসময় লিমার স্বামী আসাদ পাশের রুমে ছিল। পরে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্হা থেকে লিমার লাশ উদ্বার করা হয়। খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ লিমার লাশ উদ্বার করে। লিমার বড় ননদ রোজিনা আক্তার জানান দু' মাস আগে তার ভাই আসাদের সাথে লিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী - স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের পাকিস্তান প্রবাসি আবু তাহেরের দু' কন্যা ও ১ ছেলের মধ্যে আসাদ সবার ছোট। নিহত লিমা ফুলগাজী উপজেলার ফেনাপুস্করনী গ্রামের প্রবাসি মোঃ মোস্তফার কন্যা। ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে জানা গেছে স্বামী - স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের কারণে আত্নহত্যা করেছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শ্বাশুড়িকে থানায় আনা হয়েছে। নিহতের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।