সোমবার, ০২ অক্টোবর ২০২৩ ইং         ০৫:২৩ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায়  পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে রাধানগর ইউনিয়নের উত্তর আধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

    মারা যাওয়া শিশুর নাম জান্নাতুল আয়েশা নিথিমনি (২)। সে ওই গ্রামের ব্যবসায়ী মোঃ মামুনের মেয়ে।জানা যায়   এরআগেও মোঃ মামুনের সাতদিন বয়সী নবজাতক ছেলের মৃত্যু হয়। জন্মের পর বাড়ি ফেরার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে নবজাতক ছেলের মৃত্যু হয়েছিল। তার এখন আর কোন সন্তান নেই।



    আপনার মন্তব্য লিখুন
    © 2023 chhagalnaiya.com All Right Reserved.