বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ ইং         ১২:৫৩ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    বিরামপুরে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন ১৫ মার্চ সারাদেশে একযোগে শুরু হবে। বিরামপুরে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন সফল করতে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে । ১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য দপ্তরের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: লুৎফর রহমানের সভাপতিত্বে  ও মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) মাসুদ রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা তাহেরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: তাহাজুল ইসলাম, উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা আনছার ভিডিপি অফিসার তাহেরা সুলতানা, বিরামপুর প্রেসক্লাব কলেজবাজারের সভাপতি মোরশেদ মানিক, কলাবাগানের আহবায়ক শাহ আলম মন্ডল, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আরিফুল ইসলাম।

    সভায় অবহিত করা হয় উপজেলার ৭টি ইউনিয়নে ৬-১১ মাস বয়সী ১ হাজার ৪৪০ জন ১২-৫৯ মাস বয়সী ১১ হাজার ৬৭০ জন শিশুকে এবং বিরামপুর পৌরসভায় ৬-১১ মাস বয়সী ৪০০ জন ১২-৫৯ মাস বয়সী ৪ হাজার জন শিশুর জন্য ১৬৯ কেন্দ্রে  ১৫ মার্চ শনিবার একযোগে ভিটামিন এ ক্যাম্পেইন চলবে।

    সভায় স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মীরা ছাড়াও এনজিও প্রতিনিধি, প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.