শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ইং         ১২:৩৬ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় অবৈধভাবে মাটিকাটার দায়ে ৪ জনের কারাদন্ড


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফসলি জমির টপসয়েল কেটে জমির দীর্ঘমেয়াদী ক্ষতিসাধন করার দায়ে ৪জনকে আটক করা হয়েছে।বুধবার দিনগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  এসিল্যান্ড শিবু দাশ অভিযান চালিয়ে পাঠান নগর এলাকার কাছারি বাজার থেকে তাদের আটক করে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। দন্ডপ্রাপ্তরা হলেন: জুয়েল মিয়া , বিপ্লব মিয়া , ইউছুপ আলী ও আরাফাত হোসেন।

    এসিল্যান্ড অফিস সূত্রে জানা যায়, অবৈধ মাটিকাটা রোধে রাত-দিন অভিযান অব্যাহত থাকবে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.