সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ ইং         ০৫:৪১ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    আজ থেকে ফেনী থেকে ব্যবসা গুটিয়ে নিলো এনা পরিবহন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    স্টার লাইন পরিবহনের কাছে নিজেদের বাস ও নিজস্ব টার্মিনাল বিক্রি করে ফেনী থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে এনা।

    সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ে স্টার লাইন পরিবহনের পরিচালক ছায়দুল হক মিন্টুর হাতে চুক্তিপত্র তুলে দেন এনার চেয়ারম্যান খোন্দকার এনায়েত উল্লাহ।

    ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ১০টি বাস নিয়ে ফেনী-ঢাকা রুটে পরিবহন সেবা চালু করে এনা ট্রান্সপোর্ট। পর্যায়ক্রমে ছাগলনাইয়ায় নিজস্ব টার্মিনাল ও ২৮টি বাস নিয়ে কার্যক্রম চালু রাখলেও ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি।

    স্থানীয় সূত্র জানায়, প্রতি মাসে গড়ে ১৫ থেকে ১৬ লাখ টাকা ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ফলে স্থানীয় পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান স্টার লাইন গ্রুপের কাছে ছাগলনাইয়ায় টার্মিনালসহ সবগুলো বাস বিক্রি করে ব্যবসা গুটিয়ে নিয়েছেন তারা।

    এনা তাদের সবগুলো বাস ইতোমধ্যে স্টারলাইন গ্রুপকে বুঝিয়ে দিয়েছে বলে জিনিয়েছেন স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন।  


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.