সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ ইং         ০৩:৫৮ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় মাদ্রাসা ছাত্রকে যৌন হয়রানী করায় শিক্ষক গ্রেফতার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় মাদ্রাসা ছাত্রকে যৌন হয়রানী করায় শিক্ষক আরিফ (২৬) কে গ্রেফতার করেছে পুুলিশ।  সে উপজেলার পশ্চিম ছাগলনাইয়া আফজল মুন্সি সড়কের  দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার পরিচালক। শুক্রবার ( ১২) দিবাগত রাত ৩টায় পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, 

    শুক্রবার রাতে ঔ মাদ্রাসার নাজেরা বিভাগের  এক ছাত্রের (৯) মা বাদী হয়ে শিক্ষক আরিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। জানা যায়, আরিফ ঔ ছাত্রের শরীরে ম্যাসেজ করত। আরিফ পশ্চিম ঘোপাল গ্রামের গনির পুত্র। ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, আসামী আরিফকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ  করা হয়েছে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.