ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর নবী ভূঞা শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার রাতে তাকে পাঠান নগর এলাকা থেকে গ্রেফতার করে ছাগলনাইয়া থানা পুলিশ।
ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় গাড়ী ভাংচুরের মামলা (নং-৭, ০৯-১০-২০২৪) রয়েছে।
গ্রেফতার হওয়া নুর নবী উপজেলার পূর্ব পাঠান নগর চাঁন মিয়া মাষ্টার বাড়ির হোসেন এর পুত্র।