রবিবার, ১১ মে ২০২৫ ইং         ০২:৪৭ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে দৈনিক আমার দেশ পাঠক মেলার ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মজলুম ও সাহসী সাংবাদিকতার প্রতীক ড. মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলার ফেনীতে ১৯ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

    মঙ্গলবার (১৫ এপ্রিল) ফেনী সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটি গঠন করা হয়।উক্ত  সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী।

    সর্বসম্মতিক্রমে গঠিত এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ৮০’র দশকের ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও প্রাক্তন জাপান প্রবাসী নজরুল ইসলাম চৌধুরী। 

    যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ফেনী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ও ফেনী আইনজীবী সমিতির সদস্য এড. আমিনুল হক ভুট্টো, ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন ভূঁইয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সেলিম রেজা। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ফেনীর কবি, লেখক ও শিক্ষক আবদুস সালাম ফরায়জী।

    কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছে- ব্যাংকার মো. শরিফুল ইসলাম, ডাক্তার এ এস এম মাসুদ রানা, প্রযোজক সৈয়দ আকরাম হোসেন, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ  মহিউদ্দিন খোন্দকার,ফেনী সরকারি কলেজের প্রভাষক মো. মামুনুর রশিদ,জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির নেতা প্রভাষক মোর্শেদ আলম,জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.আলমগীর চৌধুরী আহাদ,লেখক ও সাংবাদিক কিশান মোশারফ,চারুশিল্পি আবদুল কাদের জিলানী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক,সংগীত শিল্পী ওসমান গনী রাসেল,সাংবাদিক ইউনিয়ন ফেনীর সদস্য আবরার হোসেন চৌধুরী,  ব্যবসায়ী রিয়াজ উদ্দিন স্বপন এবং উদ্যোক্তা মাঈন উদ্দিন মিয়াজী। 

    পাঠক মেলার নতুন এই আহবায়ক কমিটি ফেনী জেলায় ‘আমার দেশ’-এর আদর্শ, চিন্তাধারা ও মুক্তচিন্তার চর্চা বিস্তারে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.