মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং         ০৬:৫৩ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    করোনা : ছাগলনাইয়ায় ১৬বাড়ি লকডাউন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    দেশব্যাপি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত জেলাসমূহ লকডাউনের আওতায় আনা হয়েছে। সংক্রমিত জেলা সমূহ লকডাউনের পর সেখান থেকে কিছু লোক সম্প্রতি ছাগলনাইয়া উপজেলায় এসে কয়েকটি বাড়িতে আশ্রয় নিয়েছে। এতে করে জনমনে আতংক তৈরী হয়েছে। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের ছাগলনাইয়া ডটকমকে জানান ভাইরাসটি সংক্রমনের ঝুুঁকি মোকাবেলায় ''করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত'' ছাগলনাইয়া উপজেলা কমিটির সকলের সাথে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ছাগলনাইয়া উপজেলার ১৬টি বাড়ির লোকজন সার্বক্ষণিকভাবে হোম কোয়ারেন্টইন এ থাকবেন। যিনি ভিন্ন জেলা হতে এসেছেন তিনি কোনক্রমেই একটি নির্দিষ্ট কখন হতে বের হতে পারবেন না এবং আশপাশের বাড়ির লোকজন এসব বাড়িতে প্রবেশ করবেন না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রামক রোগ প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি এই বাড়িগুলোতে লাল পতাকা লাগানোর ব্যবস্থা করবেন এবং বিষয়টি সার্বক্ষণিকভাবে মনিটরিং করবেন। লকডাউন করা বাড়ি গুলো হল:
    আনোয়ার মাষ্টারবাড়ী-মোকামিয়া, লোকমান মিয়ার বাড়ি-মোকামিয়া, সুলতান ড্রাইভার বাড়ি- মোকামিয়া, মুন্সিবাড়ি-পূর্ব কাশিপুর, রিতা কাজিবাড়ি-নিজপানুয়া, মফিজ বাবুর্চির বাড়ি-নিজপানুয়া, ফলোয়ান বাড়ি-জয়নগর, জব্বার সুফি বাড়ি-জয়নগর, মধ্যম শিলুয়া শীল বাড়ি, আফজাল মজুমদার বাড়ি-হিছাচড়া, আব্দুল লতিফ হাবিলদার বাড়ি-পশ্চিম ছাগলনাইয়া, কালাগাজি মজুমদার বাড়ি-পশ্চিম ছাগলনাইয়া, ইদ্রিস মিস্ত্রী বাড়ি-পশ্চিম ছাগলনাইয়া, জসিমের বাড়ি মুন্সিপুকুর এর পূর্ব পাশে- মটুয়া, এছাক মিয়ার বাড়ি- উত্তর মটুয়া ,লিটনের বাড়ি- পশ্চিম ছাগলনাইয়া।

     


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.