ছাগলনাইয়া পৌরসভার হিসাব রক্ষকের কক্ষের জানালার গ্রিল কেটে নগদ টাকা নিয়ে গেছে চোর। এ সময় ভেঙ্গে ফেলা হয় কক্ষের স্টিলের আলমিরা, টেবিল, কেবিনেট ও তছনচ করা হয় কাগজপত্র। বুধবার দিনগত রাতে যেকোন সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার হিসাব রক্ষক গিয়াস উদ্দিন জানান, বৃহ:বার (২০মার্চ) সকালে অফিস কক্ষের তালা খুলে দেখতে পান কক্ষের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ফাইল ও কাগজ পত্র। ভেতরে ঢুকে দেখতে পান স্টিলের আলমিরার দরজা ভেঙ্গে ফেলা হয়েছে এবং কক্ষের পূর্ব পাশের গ্রিল কাটা। তিনি জানান আলমীরাতে রাখা ৪০/৫০হাজার টাকা নিয়ে গেছে চোর এবং আর কি কি নিয়ে গেছে সেগুলো দেখা হচ্ছে। এসময় তিনি পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের ডেকে আনলে তারা ছাগলনাইয়া থানায় খবর দেন।
ঘটনাস্থল পরিবদশনকারী এসআই শ্রীকান্ত দাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। মামলা হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
ছাগলনাইয়া পৌরসভা প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।