বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ইং         ১০:২৯ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় হত্যা মামলায় আসামি ইয়াছিন গ্রেপ্তার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ার নিচিন্তা গ্রামে  বৃদ্ধা ফিরোজা খাতুনকে (৬৫) পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি ইয়াছিন( ২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার  ২১ আগস্ট রাতে নিচিন্তা এলাকা থেকে এস আই জাহাঙ্গীর দর্জির নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মুলকুতের রহমান ওরফে মুকবুল ড্রাইভারের ছেলে। গত ১৮ মে সন্ধ্যায় আম গাছের মালিকানা বিরোধের জেরে ফিরোজা খাতুনের ঘরে ঢুকে তার উপর হামলা চালায় ভাড়াটে সন্ত্রাসীরা। ওইদিন গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বৃদ্ধা ফিরোজা খাতুন।  পরদিন নিহতের ছেলে ৪ জনকে এজাহার নামে আসামি করে  ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করে।

    ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, আসামী ইয়াছিনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.