দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজ চলছিল বাড়িটিতে। বাইরে থেকে মহিলা ও খদ্দের এনে চালানো হচ্ছিল পতিতাবৃত্তি। বছরের পর বছর এমন কর্মকান্ডে অতিষ্ট উপজেলার উত্তর কুহুমা গ্রামের স্থানীয় ছাত্র-জনতা মিলে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাড়িটি ঘেরাও করে পতিতা ও খদ্দেরসহ আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আজ মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকালে পুলিশ তাদেরকে দন্ডবিধি আইনের ২৯০ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে তবে আদালত তাদের জামিন মঞ্জুর করায় বেরিয়ে যায় গ্রেফতারকৃত সবাই। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামের মৃত ইউসুফের স্ত্রী রহিমা আক্তার প্রকাশ “নানী” (৫০), শুভপুর ইউনিয়নের সিরাজুল ইসলামের পুত্র আব্দুল কাইয়ুম (৩২), নিজপানুয়া গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র মাহবুবুর রহমান নান্টু (৪৫), মীরসরাই উপজেরার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের মৃত হাফেজ আহাম্মদের পুত্র আজমল হোসেন (২৮), একই ইউনিয়নের জোরারগঞ্জ গ্রামের যতীন্দ্র চন্দ্র দে‘র পুত্র অসীম চন্দ্র দে (৩৫), ছত্তরুয়া গ্রামের মৃত পারভেজ হোসেন এর পুত্র নুরুল আফসার (৩৮), খাগড়াছড়ির গুইমারার কবুতর ছড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী শিরীনা বেগম (৩৫) ও চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলার এরশাদ হোসেনের স্ত্রী তাহেরা (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তিকে ম্যানেজ করে মাদক, পতিতাবৃত্তির মতো অসামাজিককাজ চলছিল বাড়িটিতে। ৫আগস্ট ফ্যাসিবাদের পতনের পর এসব বন্ধ থাকলেও কিছুদিন ধরে আবারো পুর্নদ্যমে শুরু হয়েছে অসামাজিককাজগুলো।
ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পুলিশ রাতে খবর পেয়ে নারী পুরুষসহ ৮জনকে আটক করে।