বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ ইং         ১২:৫৭ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    উদয়ন কিন্ডার গার্টেন এর কমিটি গঠন । সভাপতি - মনিরুজ্জামান মজুমদার, সম্পাদক - আবু তাহের


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ার  স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন কিন্ডার গার্টেন এন্ড  স্কুল  এর নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে  । কমিটিতে মনিরুজ্জামান  মজুমদারকে সভাপতি , আবু তাহের বাবুলকে সাধারণ  সম্পাদক ও  আব্দুল খালেক বাহারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। 

    শুক্রবার স্কুল মিলনায়তনে আয়োজিত  বার্ষিক সাধারণ সভায় সাবেক সভাপতি মো: শাহজাহানের সভাপতিত্বে সভায়  এসময় উপস্থিত ছিলেন পরিচালক মো: আলমগীর বি,এ, শরীফুল ইসলাম তুহিন, এরশাদ উল্ল্যাহ মেম্বার, মাহবুবুল হক বাবুল, সামছুল আরিফ খন্দকার, কামাল হোসেন ভুঁঞা,  আনোয়ার হোসেন, খালেদা আক্তার প্রমূখ।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.