শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং         ১২:৫৩ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় শেখ মুজিবের ম্যুরালে জুলাইয়ের গ্রাফিতি লাগালো ছাত্র-জনতা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়া উপজেলা পরিষদ ভবনের সামনে স্থাপন করা শেখ মুজিবুর রহমানের ভাঙ্গা ম্যুরালে জুলাইয়ের গ্রাফিতি ও ক্যালেন্ডার সম্বলিত ছবি লাগিয়েছে ছাত্র-জনতা।

    শুক্রবার (৭ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় স্কুল,কলেজ, মাদ্রাসার ছাত্র ও স্থানীয় জনতা গ্রাফিতি, ছবি ও ক্যালেন্ডার সম্বলিত পিভিসি ব্যানার সেখানে আঠা দিয়ে শক্ত করে লাগিয়ে দেয়।

    গ্রাফিতি ও ছবিগুলো দেখতে সেখানে ভীড় জমায় কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ। অনেকে সেটার সামনে দাঁড়িয়ে ছবি তুলে এবং অনেকে শহীদ মুগ্ধের ‘‘পানি লাগবে পানি” এর গ্রাফিতি দেখে আবেগাপ্লুত হয়।

    ছবির কাজের সাথে যুক্ত থাকা মিরাজ হোসাইন জানান, জুলাই বিপ্লবের শহীদের স্মরণে এবং তাদের স্মৃতিকে মানুষের মাঝে ধরে রাখতে তারা বিভিন্নস্থানে এ ধরণের গ্রাফিতি ও ছবি স্থাপন করবে।

    গ্রাফিতি ও জুলাই বিপ্লবের ছবি দেখতে আসা স্কুল শিক্ষক মোহাম্মদ আলী ছাত্র-জনতার এই কাজকে সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের প্রতিটি স্থান থেকে স্বৈরাচারের মুলোৎপাটন করতে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ছাত্রদের পাশে থাকার আহবান জানান।

    ফ্যাসিস্ট শেখ হাসিনা গত বছরের ৫আগস্ট ভারত পালিয়ে যাওয়ার দিন বিক্ষুব্দ হাজার হাজার ছাত্র-জনতা উপজেলা পরিষদ ভবনের সামনে স্থাপন করা বিশালাকৃতির ম্যুরালটি হ্যামার, লাটিসোঁটা, ইট-পাথর দিয়ে পিটিয়ে ভেঙ্গে ফেলে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.