বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং         ১২:২৯ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ক্ষতিকর কসমেটিকস বিক্রির দায়ে ফেনীর নাসির স্টোর ও ঝুমুর শপিং স্পটের জরিমানা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    বিক্রয় নিষিদ্ধ ও ক্ষতিকর ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে ফেনীর ঝুমুর শপিং স্পট ও নাছির স্টোর থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার ফেনী জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা ও  মুক্তা গোস্বামীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার কাজী মো: শাহান জানান এ সময় নাছির স্টোর ও ঝুমুর শপিং স্পটকে ২৫হাজার টাকা করে জরিমানা করা হয় এবং নিষিদ্ধ ও ক্ষতিকর


    কসমেটিকস্গুলো জব্দ করা হয়।  তিনি জানান অতিরিক্তমাত্রায় মার্কারি ও হাইড্রোকুইননযুক্ত এসব ক্রিম ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এ সময় নিষিদ্ধঘোষিত ক্রিমগুলোর তালিকা বিভিন্ন দোকানে বিতরণ করা হয়। 



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.