ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অডিটরিয়ামে সীতাকুন্ড ব্লাড ডোনেট গ্রুপের ৭ম বর্ষপূর্তি ও স্বেচ্ছাসেবী মিলনমেলায় সম্মাননা প্রদান করা হয়। সমাজ পরিবর্তনের অঙ্গিকার এ স্লোগান কে সামনে রেখে সানরাইজ ফাউন্ডেশন ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি সামাজিক উন্নয়ন ও সচেতনতায় বিভিন্ন কার্যক্রম করে আসছে।
এতে প্রধান অতিথি ছিলেন টুরিস্ট পুলিশের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডি আই জি মুসলিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন। সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্ঠাতা ফজল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জুলি, এটিএন বাংলার ব্যুরো চীপ মোঃ আবুল হাসনাত, বাংলাদেশ লেভার ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, লায়ন্স ক্লাব অব ফেনীর সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, এডভোকেট মোহাম্মদ আলী ইয়াছিন, আমরা গর্বিত ফেনীর সন্তান গ্রুপের মিনহাজ উদ্দিন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সারা দেশের প্রায় দুই শতাধিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।