মিরসরাইয়ে নবনির্বাচিত ১৬ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা
১১ টার দিকে মিরসরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের
সঞ্চালনায় নবনির্বাচিত ইউপি সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। শপথ গ্রহণে অংশ
নেন ১৪৪ জন সাধারণ সদস্য ও ৪৮ জন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪ নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, কাটাছরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন।
এসময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির নিজামী, ইছাখালী
ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার
চৌধুরী, হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া, মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার, খৈয়াছরা ইউনিয়নের
চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি
ফরিদুল হাসান টিপু।