শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ইং         ০২:৪৭ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    সোনাগাজীতে স্ত্রী হত্যার পলাতক আসামী গ্রেফতার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    https://www.youtube.com/watch?v=rGHSXYRvqlYস্ত্রী হত্যায় চার্জশীটভূক্ত আসামী আবুল হোসেন লিটনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬জুন) সোনাগাজী থেকে তাকে গ্রেফতার করেছে ফেনীস্থ র‌্যাব-৭। সে ওই উপজেলার রাঘবপুর গ্রামের হাফেজ আহমদের পুত্র।
    র‌্যাব জানায়, চট্টগ্রামের পাহাড়তলীতে ২০১৪ সালের ৩১মার্চ লিটন তার স্ত্রী নাসিমা আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরে লাশ দুদিন ঘরে ফেলে রাখে। ২এপ্রিল লাশের গন্ধ ছড়িয়ে পড়ায় সে লাশটি পানির ড্রামে লুকিয়ে পালিয়ে যায়।
    হত্যাকান্ডের ঘটনায় নাসিমার বড় ভাই বাদী হয়ে লিটন ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ২০১৪সালের ৪ এপ্রিল পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করে (যার মামলা নং- ০৬ তারিখ-০৪ এপ্রিল ২০১৪)।। তদন্ত শেষে সিআইডি লিটনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.