বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ ইং         ০৮:৩৯ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের জাহাজ থেকে ৩ লাখ ৫৬ হাজার লিটার চোরাই তেল আটক


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    চট্টগ্রাম বন্দরে পোর্টল্যান্ড নামে একটি প্রতিষ্ঠানের জাহাজ থেকে ৩ লাখ ৫৬ হাজার লিটার চোরাই তেল এমটি ডলফিন-১৯ নামে আরেকটি জাহাজে পাচারের সময় দুটি জাহাজই আটক করেছে কোস্টগার্ড। বর্তমানে জাহাজ দুটি কুতুবদিয়ায় নোঙ্গররত আছে। 

    বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল (২ ফেব্রুয়ারি) পানামা পতাকাবাহী এমটি ডলফিন-১৯ নামে জাহাজ পাকিস্তান থেকে মোলাসেস দ্রব্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে যাওয়ার কথা থাকলেও জাহাজটি গোপনে চট্টগ্রামের বহিঃনোঙরে এসে অবৈধভাবে পোর্টল্যান্ড নামের একটি প্রতিষ্ঠান থেকে আনুমানিক ৩ লাখ ৫৬'হাজার লিটার জ্বালানি তেল সংগ্রহ করে।

    একপর্যায়ে বেআইনিভাবে তেল সংগ্রহ করায় কোস্টগার্ড সদস্যরা জাহাজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে। পরে পোর্ট ও কাস্টমস থেকে বাংকারিং এর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জাহাজ দুটিকে আটক করা হয়।

    জানা গেছে, পোর্টল্যান্ড প্রতিষ্ঠানটির মালিক ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার এবং তার তেল সরবরাহকারী ওটি ইউনিয়ন জাহাজটির মালিক বরিশাল এর সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত।

    ফেব্রুয়ারি মাসে ছাত্রলীগ কর্মীর বিশেষ বার্তা





    আপনার মন্তব্য লিখুন
    © 2026 chhagalnaiya.com All Right Reserved.