ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ছাগলনাইয়া কলেজ রোডে মজুমদার মার্কেটের দ্বিতীয় তলায় সমিতির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হক চৌধুরী মাহাবুব।
সম্প্রতি ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে মোঃ রবিউল হক চৌধুরী মাহাবুবকে সভাপতি ও আবছারুল হাই উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা কালু,সহসভাপতি মোঃ নুরুন নবী,সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সুমন,নজরুল ইসলাম সবুজ,কোষাধ্যক্ষ মোঃ ফয়েজ, সদস্য মোঃ কামাল উদ্দিন,জাকির হোসেন মিন্টু,কামাল উদ্দিন, তপু,মিজানুর রহমান, শহীদ উল্লাহ কালাম,মোহাম্মদ আলী জিন্নাহ ও নুর উদ্দিন। এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।