বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ইং         ০১:৪১ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ছাগলনাইয়া কলেজ রোডে মজুমদার মার্কেটের দ্বিতীয় তলায় সমিতির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হক চৌধুরী মাহাবুব।

    সম্প্রতি ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে মোঃ রবিউল হক চৌধুরী মাহাবুবকে সভাপতি ও আবছারুল হাই উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা কালু,সহসভাপতি মোঃ নুরুন নবী,সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সুমন,নজরুল ইসলাম সবুজ,কোষাধ্যক্ষ মোঃ ফয়েজ, সদস্য মোঃ কামাল উদ্দিন,জাকির হোসেন মিন্টু,কামাল উদ্দিন, তপু,মিজানুর রহমান, শহীদ উল্লাহ কালাম,মোহাম্মদ আলী জিন্নাহ ও নুর উদ্দিন। এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। 


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.