মুহুরী নদীর তীরবর্তী ফেনীর সোনাগাজীর পূর্ব সোনাপুর, জামতলা ও আশপাশের এলাকার নদীভাঙ্গন রোধকল্পে নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার দাবিতে ভাঙন কবলিত নদীর তীরে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন, সহ-সভাপতি হাজী আমির হেসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক আবুল কালাম, কৃষকদল নেতা সিরাজুল ইসলাম, সামজসেবক আবদুর রব, ফেনী জেলা যুবদল সদস্য ফারুক হোসেন, ইউনিয়ন যুবদল নেতা আবদুল হাই মুন্সি, আনোয়ার হোসেন ,মো. সেলিম, নুর করিম স্বপন, শাহাব উদ্দিন, মো. সমির, কামাল উদ্দিন, খান শাহাব, মো. রানা, মো. মোস্তফা ও আবদুল কাইয়ূম প্রমুখ। এসময় তারা বলেন বিগত আ.লীগ সরকারের আমলে ফেনীর পতিত গডফাদার নিজাম হাজারির যোগসাজসে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুল হক রিপনের নেতৃত্বে দুর্বৃত্তরা মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারনে ওই এলাকার হাজার হাজার একর ফসলী জমি, ঘর বাড়ী গাছ পালা মৎস্য ও মুরগী খামার নদীগর্ভে বিলীণ হয়ে গেছে। গত ৫ আগস্ট সৈরাচার সরকারের পতনের পর পরাবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ওই এলাকা পরিদর্শণ করেন। এসময় নদী ভাঙন রোধকল্পে বরাদ্দ প্রদান করে দ্রুত মুহুরী নদী খনন করার নির্দেশ দেন। তারই আলোকে নদী খননের জন্য এক কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পান ঠিকাদারি প্রতিষ্ঠান আরএসটিএস। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজ শুরু করলে নদী দখলকরী ভূমিদস্যু চক্র খনন কাজে বাধা দেন। তাই ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজ বন্ধ করে দেন। অন্যদিকে অব্যাহত রয়েছে নদী ভাঙন। হুমকির মুখে রয়েছে হাজার হজার একর ফসলি জমি, বহু ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, পোল্ট্রি ও মৎস্য খামার। এলাকাবাসীর দাবি পরিকল্পিতভাবে দ্রুত খনন কাজ শেষ করলে রক্ষা পাবে সোনাগাজী উপজেলার বিস্তির্ণ জনপদের মানুষজন। তাই তারা সরকারের প্রধান উপদেষ্টা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ পাউবোর ঊর্ধ্বতন করকর্তাদের হস্তক্ষেপ কামনা করে নদী তীরবর্তি এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। পাউবোর তত্ত্বাবধায়ক প্রকোশলী মাজেদুর রহমান ভাঙন কবলিত এলাকা পরিদর্শণ শেষে সাংবাদিকদের বলেন, এলাকবাবসীর যৌক্তিক দাবির সঙ্গে পাউবো কর্তৃপক্ষ একমত আছেন।