ছাগলনাইয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ছাগলনাইয়ায় উপজেলা ও পৌর জামায়াতের নের্তৃবৃন্দ। মঙ্গলবার বিকালে পৌর শহরে একটি রেস্তোঁরায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সুরা ও কর্মপরিষদ সদস্য একেএম শামছুদ্দিন।
উপজেলা নায়েবে আমীর মিজানুর রহমান ভূঞার সঞ্চালনায় ও কবির আমদ ছিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান ও জেলা সূরা কমিটির সদস্য পেয়ার আহমেদ মজুমদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আজাদ হোসেন ভূঞা, পৌর জামায়াতে আমীর মুফতী মাওলানা আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মো.ছালা উদ্দিন।
সভায় সাংবাদিকদেরকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ মুক্ত দেশগঠনে জোরালো ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান জামায়াত নের্তৃবৃন্দ।