বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ইং         ১০:৪৫ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়া মডেল মাদ্রাসায় বার্ষিক পুরষ্কার বিতরনী অভিভাবক সমাবেশ ও খতমে কুরআন অনুষ্ঠিত


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    প্রতিবছরের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী ছাগলনাইয়া মডেল মাদ্রাসায় বার্ষিক পুরষ্কার বিতরনী, অভিভাবক সমাবেশ ও খতমে কুরআন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মডেল মাদ্রাসা হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    মাদ্রাসা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক নুর আহাম্মদ মজুমদার। বক্তব্যে প্রধান অতিথি মডেল মদ্রাসার সকল প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর, পৌর বিএনপি’র আহবায়ক আবু ইউছুপ মজুমদার, বিআরডিবি (ইউসিসিএ লিঃ) এর চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার।

    বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, মডেল ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ইউসিসিএ লিঃ-এর ভাইস চেয়ারম্যান আব্দুল মোমিন ভূঞা, কৃষকদলের আহবায়ক কাজী কামাল উদ্দিন, মডেল ফাউন্ডেশনের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাটোয়ারী ও মডেল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম পাটোয়ারী, সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।

    অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, আরিফুল ইসলাম ও আশ্রাফুল আলম হিমু।

    মডেল মাদ্রাসায় চলতি শিক্ষাবর্ষে ২২টি ইভেন্টে মোট ৭৭ জন শিক্ষার্থিকে পুরষ্কৃত করা হয়। এছাড়া মডেল মাদ্রাসায় ৪১জন শিক্ষার্থী সহি শুদ্ধভাবে কুরাআন খতম সমাপ্ত করেন। 

    অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ছাগলনাইয়া মডেল মদ্রাসার অধ্যক্ষ হামিদ হোসাঈন আজাদ।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.