বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ইং         ০৫:৪৩ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    সীতাকুন্ড থেকে বিপুল ইয়াবাসহ দু’মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৭


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ১৪,৫৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের সদস্যরা। ১০ নভেম্বর (বুধবার) রাতে সীতাকুন্ডের বড় দারোগার হাট হাইওয়ে ওজন স্কেল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে  তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫০০০ টাকা ও মাদক বিক্রয় কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।  আটকরা হলেন ফেনী সদরের ধুমছালা এলাকার মাইন উদ্দিন এর পুত্র মহিন উদ্দিন প্রকাশ রনি(৩৩) ও কক্সবাজার সদরের বৌদ্দখোলা এলাকার মোঃ আলীর পুত্র মোঃ মোকসেদ প্রকাশ স্বপন(৩৪)।

    র‌্যাব-৭,ফেনী ক্যাম্পের উপ-পরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান দু’মাদক বিক্রেতাকে আটকের কথা জানিয়ে বলেন তাদেরকে সিতাকুন্ড থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.