শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ইং         ১০:১৪ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ফেনীতে নাগরিক সংলাপ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ‘দেশে কোন শুদ্ধাচার নেই, যে যার ইচ্ছে মতো চলছে। স্বাধীনতার ৫০ বছর পরও শুদ্ধাচার নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। দেশের সকল স্তরে অসদাচরণ প্রতিষ্ঠিত হয়ে আছে। আমরা মিথ্যাচার লিখে প্রতিদিনই বিতরণ করছি। সুতরাং রাষ্ট্রীয়ভাবে শুদ্ধাচার নিশ্চিত না হলে নাগরিকরা উৎসাহিত হবে না।’

    রাষ্ট্র ও সমাজের সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চার বিকল্প নেই এই আহ্বান কে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক সুজন ফেনী জেলা কমিটির আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয়' শীর্ষক ফেনীতে নাগরিক সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

    ০৬ নভেম্বর শনিবার সকালে ফেনী শহরের ডা: সাজ্জাদ হোসেন মিলনায়তনে সুজন জেলা কমিটির সভাপতি এডভোকেট লক্ষণ চন্দ্র বণিক এর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক।

    সুজন ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাবুল চন্দ্র শীল, সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি নুর হোসেন, ফেনী প্রেস ক্লাব একাংশের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন কুমিল্লা অঞ্চলের সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন।

    সংলাপে অংশ নেন- ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, দৈনিক কালের কণ্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, গর্ভনেন্স এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি ও সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সুজন ফেনী জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মাহফুজুল হক ও ফেনী পৌর কমিটির সাধারণ সম্পাদক ইমন উল হক, ফেনী জেলা রবীন্দ্র সংগীত সম্মিলিন কেন্দ্রের সভাপতি শিখা সেন গুপ্তা, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, বন্ধুর বন্ধন সাধারণ সম্পাদক জিএম তাজউদ্দিন পলাশ, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, সাপ্তাহিক ফেনী সমাচার নির্বাহী সম্পাদক আমজাদুর রহমান রুবেল, সংগঠক আব্দুস সালাম ফরায়েজী।

    নাগরিক সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।




    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.