বর্ণিল আয়োজনে জেলার ৭ ব্যক্তি ও সংগঠনকে ফেনীর সময় ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকালে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে বেষ্ট ইন চাইনীজ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সভাপতি প্রফেসর উৎপল কান্তি বৈদ্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পত্রিকার ক্রীড়া প্রতিবেদক শরীফুল ইসলাম অপু ও সাহিত্য সম্পাদক বকুল আকতার দরিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মনির, কালচারাল অফিসার এসএমটি কামরান হাসান, ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি কাজী তানভীর আলাদীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিবিসি ও অবজারভার প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, রোটারী ডিস্ট্রিক্ট সেক্রেটারী জালাল উদ্দিন বাবলু, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু কবিতা পরিষদ সভাপতি ওবায়েদ মজুমদার, শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, নাট্য সংগঠক নাসির উদ্দিন সাইমুম, বন্ধুর বন্ধন সাধারণ সম্পাদক জিএম তাজ উদ্দিন পলাশ, ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি জাহিদ হোসেন বাবলু। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট রাশেদ মাযহার, এনজিও সংগঠক কিশান মোশাররফ, তরুণ কন্ঠশিল্পী ফাতেমাতুজ জাহরা ঈনিন, মোহনা সমাজ কল্যাণ সংঘ, তরুণ সংঘ, শাহাপুর মুনষ্টার ক্লাব ও আল আমিন সোসাইটিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হাদী ওয়াসিম, পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, শিল্পকলা একাডেমীর সদস্য সমরজিৎ দাস টুটুল ও হুমায়ুন মজুমদার, জাতীয় কবিতা পরিষদ সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ সহ বিপুল সংখ্যক সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।