শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং         ০৩:০৬ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    মিরসরাইয়ে চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল, ছয় ইউনিয়নে অনড় বিদ্রোহী প্রার্থীরা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    আগামী ১১ নভেম্বর মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সারাদিন বিভিন্ন ইউনিয়ন নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাচাই করেছেন। যাচাই-বাচাইয়ে চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ৫৯৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজন চেয়ারম্যান প্রার্থী, ৫ জন মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন চেয়ারম্যান পদে ২৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১২৭ জন ও সাধারণ সদস্য পদে ৬০২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। 

    উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোছাইন জানান, ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই সম্পন্ন হয়েছে। জোরারগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থনকারীর স্বাক্ষর জাল হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সাধারণ সদস্য পদে হিঙ্গুলী ইউনিয়নে ১ জন, সাহেরখালী ইউনিয়নে ১ জন, ধুম ইউনিয়নে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সংরক্ষিত সদস্য পদে ওয়াহেদপুর ইউনিয়নে ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

    এদিকে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে ১০ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় জয়ের পথে রয়েছেন তাঁরা। ৬ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ৯ জন। উপজেলার মিঠানালা ও খৈয়াছড়া ইউনিয়নে রয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। 

    আওয়ামী লীগ মনোনীত একক চেয়ারম্যান প্রার্থীরা হলেন ১ নং করেরহাট ইউনিয়নে এনায়েত হোসেন নয়ন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে রেজাউল করিম মাস্টার, ৪ নং ধুম ইউনিয়নে একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ৫ নং ওচমানপুর ইউনিয়নে মফিজুল হক, ৬ নং ইছাখালী ইউনিয়নে নুরুল মোস্তফা, ৭ নং কাটাছরা ইউনিয়নে রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ১১ নং মঘাদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ১৩ নং মায়ানী ইউনিয়নে কবির আহমদ নিজামী, ১৪ নং হাইতকান্দি ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৬ নং সাহেরখালী ইউনিয়নে কামরুল হায়দার চৌধুরী। তবে জোরারগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থক হারুনের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ফারুক হোছাইন। এক্ষেত্রে ওই প্রার্থী ৩ দিনের মধ্যে প্রার্থীতা চেয়ে আপিল করার সুযোগ রয়েছে।

    অন্যদিকে যাচাই-বাচাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ হয়েছে ৯ জনের। এরা হলেন  ২নং হিঙ্গুলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া পিন্টু, ৮ নং দূর্গাপুর ইউনিয়নে সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনির্বান চৌধুরী রাজিব, ৯ নং মিরসরাই সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ দিদার, ৯ নং মিরসরাই সদও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বাশার ফারুক, মোহাম্মদ আজম, ১০ নং মিঠানালা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এসএম আবু তাহের ভূঁইয়া, শেখ মাঈনুল হাসান রাজু, ১২ নং খইয়াছড়া ইউনিয়নে চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে আলা উদ্দিন।

    মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোছাইন বলেন, বৃহস্পতিবার (২১ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ে চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ৫৯৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ২২ ও ২৩ অক্টোবর প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন। আর আপিলের নিষ্পত্তি হবে ২৪ ও ২৫ অক্টোবর। আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীরা ২৬ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ ১১ নভেম্বর।




    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.