মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং         ১১:০০ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী টাউন'র খাবার সেলাইন ও পানি বিতরণ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    শ্রমজীবি, রিক্সাচালক এবং পথচারী মানুষের মাঝে খাবার সেলাইন ও পানি বিতরণ করেছে রোটার‍্যাক্ট ক্লাব অব ফেনী টাউন । শহরের শহীদ শহীদুল্ল্যাহ কায়সার সড়কে ক্লাবের সম্মেলন কক্ষের সম্মুখে বুধবার খাবার সেলাইন ও পানি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারীর এডিশনাল ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর পিপি সাইদুল মিল্লাত মুক্তা। আরো উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট আরাফাত উল মিল্লাত দিপুল, রোটার‍্যাক্ট ক্লাব ফেনী সেন্ট্রাল এর পিপি শাহাবুদ্দিন ভুইয়া, রোটার‍্যাক্ট ক্লাব ফেনী কলেজ এর পিপি ওসমান গনী রাসেল, প্রেসিডেন্ট হোসাইন আরমান, রোটার‍্যাক্ট ক্লাব ফেনী রাইজিং সান এর সিপি কবির আহমেদ, রোটার‍্যাক্ট ক্লাব ফেনী টাউন এর চার্টার প্রেসিডেন্ট তানজিদুল ইসলাম সাকিব এর তত্তাবধানে, প্রজেক্ট চেয়ার ক্লাব জয়েন্ট সেক্রেটারী নাইমুর রহমান, ট্রেজারার জাহিদ হাসান সহ মো. ফয়সাল, সানজিদা ইয়াসমিন, সানজিদা নাজনিন, আহমদ উল্যাহ, মেহেরাজ হোসেন উপস্থিত থেকে প্রজেক্ট বাস্তবায়নে সহযোগিতা করেন।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.