ছাগলনাইয়ার শুভপুরে ভারতীয় ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা নুর নবী ( ৪২) কে আটক করেছে বিজিবি। ফেনী ব্যাটালিয়নের( ৪ বিজিবি) উপ-অধিনায়মেজর মোঃ সেলিমুদ্দাজা এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী এর সহযোগিতায় যৌথভাবে সোমবার ( ৪ অক্টোবর) ছাগলনাইয়ার জগন্নাথ সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৯৮ পিস ভারতীয় ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা মোঃ নুর নবী ,কে আটক করা হয়। সো উপজেলার জগন্নাথ সোনাপুর গ্রামের মোঃ আবু তালেবের পুত্র। জানা যায়, আটককৃত আসামী নুর নবীর বিরুদ্ধে পূর্বেও ছাগলনাইয়ায় থানায় ৩টি মাদ্ক দ্রব্যের মামলা রয়েছে।