ছাগলনাইয়ায় মোটর সাইকেল চাপায় মারিয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় মরিয়ম আক্তার (৯) নামে আরেক শিশু ও গুরুতর আহত হয়।
রবিবার( ৩ সেপ্টেম্বর) দুপুরে ছাগলনাইয়া পৌরসভার সুবেদারি রাস্তার মাথা এলাকার জমির উদ্দিন চৌধুরী বাড়ির সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
মারিয়া আক্তার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সিএনজি অটো রিকসা চালক শাহ আলমের মেয়ে। তিন বোনের মধ্যে মারিয়া ছিল মেজ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে মারিয়া, মরিয়মসহ তিনশিশু রাস্তা পারাপারের সময় একটি মোটর সাইকেল এসে দু' শিশুকে চাপা দেয়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাদেরকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মরিয়ম একই গ্রামের শাহ আলমের মেয়ে। শাহ আলম ভাড়া বাসা নিয়ে পশ্চিম ছাগলনাইয়ায় থাকেন। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।