ছাগলনাইয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে মিলাদ ও কেক কাটা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাাদক মুজিবুর রহমান মুজিবের পরিচালনায় অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম মোস্তফা,ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, সম্পাাদক কাজী ওমর ফারুক, ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার, সম্পাাদক শওকত হোসেন রুবেল প্রমূখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন খতিব আতা উল্যাহ সিফাত।