ছাগলনাইয়ায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন কে সভাপতি ও ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক গোলাম আফছার কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। সোমবার ২৭ সেপ্টেম্বর ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। জাফর ইমাম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবদুল মোমিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গোলাম আফনারের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মাদ জামাল উদ্দিন, সম্পাাদক সাইফুল ইসলাম প্রমূখ।