সোমবার, ০২ অক্টোবর ২০২৩ ইং         ০৬:১৮ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    শোক সংবাদ : আলিম উল্যাহ্ মজুমদার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর মজুমদার বাড়ির কৃতি সন্তান সাবেক মেম্বার ও শিক্ষানুরাগী মোঃ আলিম উল‍্যাহ মজুমদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহঃবার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় তিনি ইন্তেকাল করেন। শুক্রবার সকাল ১০ টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

    তিনি "পঞ্চগ্রাম সমিতি ঢাকা'র" সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মজুমদার এর পিতা। তাঁর মৃত্যুতে "পঞ্চগ্রাম সমিতি ঢাকা 'র" পক্ষ থেকে শোকাহত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্নার মাগফেরাত কামনা করাহয়েছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2023 chhagalnaiya.com All Right Reserved.