শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ইং         ০৩:৪৮ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় সাংবাদিক ও বাসদ নেতা আবদুল্লাহ শাহরিয়ার সাগর এর স্মরণসভা


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    বাংলাদেশ টেলিভিশন এর উপস্হাপক   সাংবাদিক  ও বাসদ নেতা কমরেড আবদুল্লাহ শাহরিয়ার সাগর এর স্মরণসভা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে   বাসদ ছাগলনাইয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন এডভোকেট মুজিবুল হক। উপজেলা শাখার সভাপতি কমরেড দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বাসদের আহবায়ক কমরেড হারাধন চক্রবর্তী, বাঁশপাড়া আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক হাবীবুর রহমান পাটোয়ারী , জেলা বাসদের  সদস্য সচিব কমরেড মালেক মনসুর, কামাল উদ্দিন পাটোয়ারী, আবদুল্লাহ শাহরিয়ার সাগর এর ছোট ভাই আবদুল্লাহ রিয়াদ জয় প্রমূখ। অনু্ষ্ঠান পরিচালনা করেন জেলা বাসদ ফোরামের নেতা আরকে শামীম পাটোয়ারী।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.