শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ইং         ১২:৫৪ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির নতুন করে পথচলা শুরু


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর)   ডাকবাংলোর  কার্যালয়ে অনু্ষ্ঠানে ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির  সাধারণ সম্পাদক পৌর মেয়র এম. মোস্তাফা’র সভাপতিত্বে  সদস্য প্রভাষক আবদুল জলিল দুলাল এর পরিচালনায়  এতে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির  সভাপতি পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মজুমদার। বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি সামছুউদ্দিন বুলু মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শোহেব ইমতিয়াজ নিলয়, জালাল উদ্দিন মেনন প্রমূখ।  এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ নুরুল হক,সদস্য  আজিজুল হক ইকবাল,  মোঃ রাজিউল হোসেন রিফাত সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

       সভায় হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া ও ভবিষ্যতে এ হাসপাতালটিকে নিজস্ব জায়গায় আরও উন্নত ও আধুনিক  করার বৃহৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির  সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মজুমদার। ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির সম্পাদক পৌর মেয়র এম মোস্তফা তার বক্তব্যে বলেন,  ফেনী জেলা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক  নিজাম উদ্দিন হাজারী এমপির  দিকনির্দেশনা মোতাবেক হাসপাতালে উন্নত  চিকিৎসা সেবা ও ভবিষ্যতে এ হাসপাতালটিকে আধুনিক  করার লক্ষ্যে  আজীবন স্থায়ী  সদস্যদেরসহ সকলের সমন্বয়ে  কাজ করে যাব।  

    ২০১২ সালে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়েজ আহামদ বিএ ছাগলনাইয়া ডাকবাংলোর একটি পরিত্যক্ত ভবনে ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির কার্যক্রম শুরু করেন। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতার কারণে হাসপাতালটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেসময়ে ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এর দিকনির্দেশনায় নব কমিটির উদ্যোগে নতুন আঙিকে পথচলা শুরু হলো।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.