ছাগলনাইয়ায় বিদেশী বিয়ার ক্যান ও গাঁজাসহ মাদক বিক্রেতা মোঃ জাবেদ হোসেন (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তার কাছ থেকে ১২টি ভারতীয় বিয়ার ক্যান ও ১ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্বার করে। জাবেদ উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের মোশারফ হোসেনের পুত্র। শুক্রবার ৩ সেপ্টেম্বর রাতে ছাগলনাইয়ার ছয়ঘরিয়া এলাকা থেকে তাকে বিদেশী বিয়ারক্যান ও গাঁজাসহ গ্রেফতার করে।
ছাগলনাইয়া থানার ওসি মোঃ শহীদুল ইসলাম জানান। পরবর্তীতে উক্ত বিষয়ে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে আদালতে সোর্পদ করা হয়।