ছাগলনাইয়ায় কিশোর-কিশোরী ক্লাবে সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে ২৯ আগস্ট রোবাবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান
মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ইউএনও সাজিয়া তাহের এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জুলেখা শিল্পি, উপজেলা কৃষিকর্তা সাফকাত রিয়াদ, মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমূখ। অনু্ষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা আক্তার। অনু্ষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় এর ৬টি কিশোর কিশোরী ক্লাবকে ৬টি করে হারমোনিয়াম, তবলা, কেরাম, দাবা ও লুডু প্রদান করা হয়। এছাড়া জেন্ডার প্রোমেটার কে ১টি বাই সাইকেল প্রদান করা হয়।