ছাগলনাইয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস চাষীদের মাঝে মৎস খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রোববার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের পুকৃরে মাছের পোনা অবমুক্তকরণ অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। ইউএনও সাজিয়া তাহের এর সভাপতিত্ব এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জোলেখা শিল্পি, কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ প্রমূখ। অনু্ষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমূখ।