ছাগলনাইয়ায় ৪বোতল হুইস্কিসহ ৬মামলায় আসামি নজরুল ইসলাম বশির (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বশির উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া এলাকার লালু বৈদ্য বাড়ীর মৃত আমির হোসেনের পুত্র।
ছাগলনাইয়া থানার ওসি মোঃ শহীদুল ইসলাম বশিরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।