ছাগলনাইয়ায় ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা রেদোয়ানা বেগম রেশমা (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ আগস্ট) ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) কাজী মোঃ রফিক আহম্মেদ এর নেতৃত্বে এসআই মোঃ আইয়ুব খাঁন, এএসআই মোঃ মনির হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার দারোগারহাট ছয়ঘরিয়া রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তার কাছ থেকে ৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে ফেনী সদর উপজেলার বিরিঞ্চি এলাকার মীর হোসেনের স্ত্রী। বর্তমানে সে ফেনীর পূর্ব কাজীরবাগে ভাড়া বাসায় থাকে। ওসি মোঃ শহীদুল ইসলাম জানান,
মাদক বিক্রেতা রেশমাকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয় ।