মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং         ০৬:৫৩ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ফেনীতে শ্রমজীবীদের মা‌ঝে মাস্ক বিতরণ


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার, রাজাঝির দীঘির পাড়, দোয়েল চত্ত্বর ও আশপাশের এলাকায় শ্রমজীবীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। দৈনিক ফেনীর সময় পত্রিকার উদ্যোগে রবিবার বিকালে প্রধান অতিথি থেকে কর্মসুচীর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সাইফুর রহমান, ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির জুনিয়র সহ—সভাপতি আবুল কাশেম, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সভাপতি ইমন উল হক, বিডিনিউজ ও মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহম্মদ তপু। দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে ফেনীর সময় পরিবারের সদস্যগণ কর্মসূচীতে অংশ নেন। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, দৈনিক ফেনীর সময় পত্রিকা সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন মানুষজনের মাঝে মাস্ক বিতরণ করছে। আমি নিজেও অত্যন্ত আনন্দিত। এটি প্রশংসনীয় উদ্যোগ। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে অতিমারীর বিরুদ্ধে জয় লাভ করতে গেলে মাস্কের কোন বিকল্প নেই। সঠিক নিয়মে মাস্ক পরিধান করতে হবে। সকলকে মাস্ক পরিধানের আহবান জানাচ্ছি। উল্লেখ্য, দৈনিক ফেনীর সময় প্রকাশনার এক যুগ পূর্তি উপলক্ষ্যে অন্য কর্মসূচী স্থগিত রেখে গত ১৭ জুন থেকে মাস্ক বিতরণ কর্মসূচী শুরু হয়। এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতায় নানা প্রচারণাও অব্যাহত রয়েছে।


    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.