শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ইং         ০৯:৩৩ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় ঈদুল আযহার প্রধান প্রধান জামাত


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা আগামী ২১ জুলাই  বুধবার উদযাপন হবে।  সরকারি নির্দেশনা অনুয়ায়ী স্বাস্হ্য বিধির নিয়ম মেনে ঈদগাহে বা মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে।  ছাগলনাইয়া কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে( কলেজ রোড়) ঈদের দু' টি জামাত অনু্ষ্ঠিত হবে। ১ম জামাত সকাল ৭টায় ও ২য় জামাত সকাল ৮ টায় অনু্ষ্ঠিত হবে। ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসা মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও ২য় জামাত সকাল ৮টায়। ছাগলনাইয়া উপজেলা জামে মসজিদে  ১ম জামাত সকাল সাড়ে ৭টায় ও ২য় জামাত সকাল ৮ টায়।  ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় সকাল ৭টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনু্ষ্ঠিত হবে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.