বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ইং         ১০:৪০ অপরাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    সোনাগাজীতে মাদক বিক্রেতা সহ তিন আসামি গ্রেফতার


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ
    সোনাগাজী মডেল থানার বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও মাদক বিক্রেতা সহ তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল- চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের ফজলুল হকের ছেলে আমির হোসেন ডলার, উত্তর চরচান্দিয়া গ্রামের জেবল হকের ছেলে মো. মামুন এবং মতিগঞ্জ ইউনিয়নের পক্ষিয়া গ্রামের দেলোয়ার হোসেন ছেলে নূর হোসেন রায়হান। পুলিশ জানায়, গোপ সংবাদের ভিত্তিতে ডলার ও মামুনকে মধ্যম চরচান্দিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ডলার ডাকাতি এবং মামুন ডাকাতি প্রস্তুতি মামলার পলাতক আসমি। এছাড়া রাত ৯টার দিকে পক্ষিয়া ব্রিজের উপর থেকে ১০৭ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নূর হোসেন রায়হানকে গ্রেফতার করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
    আপনার মন্তব্য লিখুন
    © 2025 chhagalnaiya.com All Right Reserved.