ফেনীর বড় মসজিদ মার্কেটের আয়েশা টেলিকমের দায়ের করা চুরির মামলায় দু'জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (২৭জুন) কুমিল্লার মুরাদনগর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার মুরাদনগর থানার পশ্চিম দিঘলদী এলাকার জুুরু মিয়ার পুত্র রুবেল (২৮) একই থানার আলীর চর এলাকার মৃত জুলহাস উদ্দিনের পুত্র মাসুদ রানা (৩১)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া জানান গত ১৯জুন সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ফেনী বড় মসজিদের নিচতলার ১নং দোকান আয়েশা টেলিকম থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ৪৫ পিস এ্যন্ড্রয়েড ফোনসেট চুরি হয়। দোকান মালিকের দায়ের করা মামলায় বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লার মুরাদনগর থেকে চোরাইকৃত ০২টি মোবাইল এবং চোরাইকৃত মোবাইল বিক্রয়ের ৬৮হাজার টাকাসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরো জানান উক্ত আসামীদ্বয় ও তাদের অপরাপর সহযোগীরা মিলে ফেনী ও কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মার্কেটের মোবাইল ফোনের দোকানের সাঁটার কেটে চুরি করে থাকে মর্মে জনশ্রুতি রয়েছে। উক্ত আসামীদ্বয়ের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।