শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ইং         ০৯:৩৯ পূর্বাহ্ন
  • মেনু নির্বাচন করুন

    ছাগলনাইয়ায় রহস্যজনক আগুনে পুড়লো আওয়ামী লীগ নেতার ঘর (ভিডিও)


    ফাইল ছবি
    শেয়ার করুনঃ

    ছাগলনাইয়ায় মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি  মরহুম হাফেজ আহামদ এর কাচারি ঘর রহস্যজনক ভাবে   আগুন পুড়ে যায়। বৃহস্পতিবার (২৪;জুন)  সকাল সাড়ে ১০ টার দিকে ছাগলনাইয়া থেকে  ফায়ার সার্ভিসের গাড়ী এসে আগুনের নিয়ন্ত্রণে আনলে কাচারি ঘরের  আংশিক আগুনের পোড়া থেকে রক্ষা পায়। জানা যায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মাটিয়াগোদা গ্রামের জমির উদ্দিন মুন্সি বাড়ীতে মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের  সাবেক সেক্রেটারি মরহুম  মুন্সি হাফেজ আহামদ ও তার বড় ভাই চট্রগ্রাম বন্দরের সাবেক গেইট সার্জেন বেলাল আহামদ  এর যৌথ মালিকানাধীন কাচারি ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের গাড়ী এসে যখন  কাচারি ঘরের আগুন নিয়ন্রনের চেষ্টা চালায় ঔ সময় বেলাল আহামদের  বসত( দালান) ঘরের ভিতরে দু' কক্ষের আলমারী  ও ওভারড্রপের উপর  কে বা কারা আগুন লাগিয়ে দেয়। তৎক্ষনাত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। মরহুম হা্ফেজ আহামদ এর ছোট ছেলে ইমামুল হাসান জানান, এর আগে বুধবার রাত ১০ টার দিকে তাদের রান্না ঘরে গ্যাস সিলিন্ডার এর পাশে জানালার মধ্যে একটি প্লাষ্টিকের মগের মধ্য আগুন জ্বলছে এসময় তার মা গোলশান আরা বেগম অজু করতে বের হবে আগুন দেখতে পায়। প্রাথমিক ভাবে তারা এটি চুরির ঘটনা মনে করেছিল। কিন্তু এর কিছুক্ষণ পরে তার জেঠা বেলাল আহামদ এর বেলকুনিতে প্লাষ্টিকের মধ্যে আগুন দেখতে পান। ইমামুল হাসান জানান সবগুলো ঘটনায় করোসিন দিয়ে আগুন লাগানো হয়েছে। তিনি আরো জানান,  তাদের সাথে কারো কোন রকমের শত্রুতা নেই, কিন্তু আগুন লাগানোর কোন কারণও  খুঁজে পাচ্ছেন না। বেলাল আহামদের দুই ছেলে প্রবাসে ও এক ছেলেকে নিয়ে  চট্রগ্রাম থাকেন। কয়েকদিন বাড়িতে তিনি ও তার স্ত্রী আছেন । বেলাল আহামদ দীর্ঘদীন ধরে অসুস্থ। 

     হাফেজ আহামদ এর স্ত্রী ও ছোট ছেলে ঔ সময় বাড়িতে ছিল। ছাগলনাইয়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।



    আপনার মন্তব্য লিখুন
    © 2024 chhagalnaiya.com All Right Reserved.