ছাগলনাইয়ায় বীর মু্ক্তিযোদ্ধা ওবায়দুল হক (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (১২ জুন) রাতে উপজেলার মোকামিয়া সরবারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হককে গার্ড অব অনার প্রদান করেন সহকারি কমিশনার ভূমি হোমায়রা ইসলাম। এসময় উপস্হিত ছিলেন বীর মু্ক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।তিনি শনিবার দুপুরে নিজ বাড়িতে ইন্তেতাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে ও ২ মেয়ে নেখে যান।